ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

লকডাউনে বন্ধ থাকবে জবির সকল বিভাগ 

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১৮, ৪ এপ্রিল ২০২১

দেশে মহামারি করোনাভাইরাস বৃদ্ধি পাওয়াই বাংলাদেশ সরকার কতৃক গৃহীত আগামী সাতদিনের লকডাউনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জরুরী দপ্তর ও জরুরী কাজে নিয়োজিত জনবল ব্যতীত সকল বিভাগ/দপ্তর বন্ধ থাকবে। 

রবিবার ( ৪ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদ্দুজ্জামান সাক্ষরিত এক জরুরী বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞতিতে বলা হয়, " গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আগামী ০৫-০৪-২০২১ তারিখ হতে ১১-০৪-২০২১ তারিখ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরভজরুরী দপ্তর ও জরুরী কাজে ( যেমন বিদ্যুৎ , গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট, জরুরী গবেষণা ইত্যাদি) নিয়োজিত জনবল ব্যতীত সকল বিভাগ/দপ্তর বন্ধ থাকবে। 

তবে উপাচর্যের দপ্তর, ট্রেজারার দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, প্রকৌশল দপ্তর, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর এবং প্রষ্টর দপ্তর সীমিত জনবল দ্বারা সীমিত আকারে চালু থাকবে। এবং সকল ধরনের অন-লাইন কার্যক্রম চালু থাকবে। এছাড়া সরকার কর্তৃক সময়ে সময়ে জারীকৃত নির্দেশ প্রতিপালিত হবে।"

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি